রংপুরে এসপিজিআরসি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
৮ Views
স্টাফ রিপোর্টার ॥ রংপুরে স্ট্র্যান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি (এসপিজিআরসি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রংপুরে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২রা ডিসেম্বর) রাতে নগরীর ২৭নং ওয়ার্ডস্থ সাবেক কাউন্সিলরের কার্যালয়ে স্ট্র্যান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি (এসপিজিআরসি) রংপুর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্র্যান্ডেড পিপল’স জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি (এসপিজিআরসি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ হারুন অর রশিদ। এসপিজিআরসি রংপুরের সভাপতি মোঃ শরফুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী শাহিদ পারভেজ ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শেখ জাভেদ মুন্না।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসপিজিআরসি রংপুর জোনাল সেক্রেটারী মোঃ মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ খুরশিদ আলম, অর্থ সম্পাদক মোঃ নাসিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, প্রচার সম্পাদক মোঃ খুরশিদ আলম মুন্না, যুগ্ম প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য এম.এ বারী, ওয়াকিল আহমেদ মুন্না, আউয়াল দাউদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এসপিজিআরসি রংপুরের দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আনছারী। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে রংপুরে বিভিন্ন ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।