ধামইরহাটে এইচপিভি টিকা প্রদান কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে চলমান এইচপিভি টিকা প্রদান কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা প্রাণি সম্পত কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সামসুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বেদারুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশলী সজল কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মুকুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার তোফাজ্জল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, এইচপিভি টিকা প্রদান কর্মসূচির আওতায় ৭ হাজার ৬৪৮ জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করাকালীন ৬ হাজার ২৪৮ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে এবং ৫ হাজার ৯৩৪ জনকে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এখনো যারা এইচপিভি টিকা গ্রহণ করেন নি বা ছাড়া পড়েছেন তাদের সনাক্ত করতে স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারী উন্নয়ন সংস্থাদের দৃষ্টি আকর্ষণ করেন।