মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  পালিত

১৮ Views

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে র‌্যালি ও সমাবেশ করেছে কুড়িগ্রাম বিএনপি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কুড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন উপজেলা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী র‌্যালিতে অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীদের উপস্থিতে মিছিলের নগরীতে পরিণত কুড়িগ্রাম শহর।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন-নেতৃত্বের বিকাশ সাধন করতে হবে। যার যেমন যোগ্যতা আছে তাকে সেখানেই নেতৃত্ব দিতে হবে। কিন্তু একটি মহল নেতৃত্ব হওয়ার সুযোগ থেকে অনেককে বঞ্চিত করেছে। আমরা তাদেরকে আর সেই সুযোগ দিব না।

তিনি আরও বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের সকল অভাবনীয় উন্নয়নের রূপকার ছিলেন তিনি। তার উন্নয়নের কথা বলে শেষ করার মতো নয়। আর আওয়ামীলীগ স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বার বার দেশ ধ্বংস করেছে। জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি আবারো দেশ পুর্নগঠনে কাজ করবে-ইনশাল্লাহ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

এতে অন্যানন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহানুর আশরাফ জুয়েল, জেলা যুবদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা কৃষক দলের আহবায়ক রিপন রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিপুল আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বী, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক শামীম রহমান প্রমূখ।

Share This

COMMENTS