শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শারদীয় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত 

শারদীয় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত 

৭১ Views
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার নিবারন কবিরাজ বাড়ীর দিঘিতে ঐতিহ্যবাহী শারদীয় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে সাগর মিত্রর দল, হাসেম ফকিরের দল, মিলন মন্ডলের দল, শান্ত মাঝির দল এবং শাওন ভক্তর দল অংশ নেয়। দশমিনা, গলাচিপা ও পার্শবর্তী বাউফল উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত থেকে নৌকা বাইচ উপভোগ করেন। দশমিনার ঐতিহ্যবাহী নিবারন কবিরাজ বাড়ীর দিঘিতে  দীর্ঘ ৫০ বছর ধরে শারদীয় দূর্গা পুজার বিজয়া দশমিতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্টিত হয়ে আসছে। নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, বিএনপির কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটির সদস্য হাসান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা, দশমিনার সহকারী কমিশনার (ভূমি) ওয়াসিউজ্জামান চৌধুরী, দশমিনা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার, সাধারন সম্পাদক শাহ আলম শানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট উত্তম কর্মকার ও সাধারন সম্পাদক দেবাশিষ মজুমদার রতন প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগীতায় সাগর মিত্রর দল প্রথম, হাসেম ফকিরের দল দ্বিতীয় এবং মিলন মন্ডলের দল তৃতীয় পুরস্কার হিসেবে তিনটি টেলিভিশন জিতে নেন।
Share This

COMMENTS