রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডোমারে যানজট নিরসনে  ট্রাফিক কোণ ডিভাইডার  স্থাপন 

ডোমারে যানজট নিরসনে  ট্রাফিক কোণ ডিভাইডার  স্থাপন 

১৭ Views
 রবিউল  হক,ডোমার ( নীলফামারী) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনে নীলফামারীর ডোমারে ট্রাফিক কোণ ও ডিভাইডার স্থাপন করা হয়েছে।

রবিবার (৬ই অক্টোবর) সকালে উপজেলা শহরের রেলগেট মোড় এলাকায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কোণ ও ডিভাইডারগুলো স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) ও ডোমার পৌরসভার প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এসময় ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, ট্রাফিক ইনস্পেকটর মিজানুর রহমান মন্ডল, পৌরসভার প্রকৌশলী হাবিবুর রহমান প্রমুখ সহ ডোমার থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাফিক ইনস্পেকটর মিজানুর রহমান মন্ডল জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ডোমার শহরের যানজট নিরসনে ট্রাফিক কোণগুলো স্থাপন করা হয়েছে। এগুলো স্থাপনের ফলে যানবাহন তার সঠিক লেনে চলাচল করবে। এতে যানজট অনেকাংশে নির্মুল সহ সড়ক দুর্ঘটনার আশংকা কমে যাবে।

Share This