শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে শিক্ষা অফিসে তালা ঝুলানোর অভিযোগে বিএনপির সাবেক ২ নেতা বহিষ্কার

১৭ Views

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীতে শিক্ষা অফিসে তালা ঝুলানোর অভিযোগে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদেরকে সব সদস্য পদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজ। সোমবার রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সাক্ষরিত পৃথক দুই চিঠিতে এ ব্যবস্থা নেওয়া হয়। এর আগে মঙ্গলবার আবুল কালাম সুইটার নেতৃত্বে একটি দল রাজশাহী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যান। এ সময় তারা পরিচালক ড. বিশ্বজিৎ ব্যানার্জির পক্ষে তালা ঝুলে তাকে প্রাণ নাসের হুমকি দেন। একপর্যায়ে তাকে জোর করে অফিস থেকে বের করে দেন। এ ঘটনায় বিশ্বজিৎ ব্যানার্জি অভিযোগ করলে রাজশাহী মহানগর জেলা বিএনপি আবুল কালাম আজাদ সুইটের বিরুদ্ধে সাংগঠনের সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। রাজশাহী মহানগর বিএনপির আহব্যাক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুন অর রশিদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টা নিশ্চিত করেছেন রাশি মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ। তিনি বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর সাবেক যুবদল মহানগর সভাপতি আবুল কালাম আজাদ সুইটের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

Share This