শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে  নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান  এমপিওভুক্তকরণের দাবিতে স্বারকলিপি প্রদান 

সিরাজগঞ্জে  নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান  এমপিওভুক্তকরণের দাবিতে স্বারকলিপি প্রদান 

১০ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্তি চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে  এমপিওভুক্তকরণের দাবিতে স্বারকলিপি প্রদান করেছে নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।
বুধবার (২৫ সেপ্টেম্বর)  বেলা ১২ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর এ স্বারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নন- এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু ছাইম, সিনিয়র সহ-সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক  মোঃ আবু তারেক হাবিব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।  উক্ত স্বারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষা কারিকুলাম এবং  শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারী, এমপিও নন-এমপি শিক্ষা প্রতিষ্ঠান অভিন্ন হওয়া সত্বেও শুধুমাত্র  নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ বেতন ভাতা থেকে বঞ্চিত এবং  চরমভাবে বৈষম্যের শিকার। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ  বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ পর্যন্ত  করেছেন।এমপিওভুক্ত একটি চলমান প্রক্রিয়া কিন্তু দুঃখের বিষয় বিগত আওয়ামী স্বৈরাচারী সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক  এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন। প্রতি বছর বাজেটে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য বরাদ্দ থাকলেও অদৃশ্য কারনে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়।
Share This

COMMENTS