শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীর তাহেরপুরে মনিটরিং ব্যবস্থা না থাকায় নিত্যপণ্যের দাম লাগামহীন

রাজশাহীর তাহেরপুরে মনিটরিং ব্যবস্থা না থাকায় নিত্যপণ্যের দাম লাগামহীন

৩৩ Views

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা না থাকায় রাজশাহী জেলার বৃহতম বাণিকজ্যিক কেন্দ্র বাগমারার তাহেরপুর পৌরসভার হাট-বাজারে নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। কাচা শাক সবজির সাথে তেল,চাউল,ডাল,আলু,রসুন, আদা,হলুদ, গরম মসলা,মাছ এবং গোস্তের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজার মুল্য নিয়ণন্ত্রে নেই সরকারী কোন তদারকী বা মনিটরিং ব্যবস্থা। সরকারী তদারকী না থাকায় অসাধু দোকানদারের কাছে সাধারণ মানুষজন অসহায় হয়ে পড়েছে। এবং বাজার দরের কারনে নিম্ন আয় বা মধ্যবিত্ত পর্যায়ের মানুষের ক্রয় ক্ষমতা সীমার বাইরে চলে যাচ্ছে। জানাগেছে,গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে তাহেরপুর পৌরসভা হাটের চালসহ মুদি অসাধু দ্কোানীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্য সামগ্রী গুদামের ভেতর রেখে প্রয়োজনের তুলনায় কম দোকানে নিয়ে এসে বাজার মুল্যের উর্ধ্বগতি চালিয়ে যাচ্ছি। যার কারণে নিম্ন আয় বা স্বল্প আয়ের মানুষরা নিদারুন ভোগান্তির স্বীকার হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, মাছ, মাংস, রসুন, পিঁয়াজ, আদা, মরিজ, বেগুন, আলু,পটল,করলা,শাক সবজি, ডিম, সাবান, সোয়াবিন, সরিষার,পামল,সুপার তেলসহসব জিনিষের মূল্য বৃদ্ধি করেছে। এদিকে,অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছে এ অভিযোগের প্রেক্ষিতে সেনা বাহিনীর ভ্রাম্যমান আদালত সারা বাংলাদেশে অভিযান পরিচালনা করলেও তাহেরপুর পৌরসভায় এখন পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেনি বলে অভিযোগ উঠেছে। তাহেরপুর পৌরসভায় বাজার করতে আসা অলিফ,সাগর,জব্বারসহ অসখ্য ক্রেতারা জানান,অসাধু আওয়ামীলীগপন্থ্রী ব্যবসায়ীরা সাধারণ মানুষের আতঙ্ককে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছেন। ক্রেতাদের অভিযোগ, দাম বেড়ে যাওয়ায় বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের।বিশেষ করে তেল,চাল,ডাল,ছোলা,মাছ,মাংস,গুড়া দুধ,ডিম,মুড়ি,সোয়াবিন,সরিষার তেলসহ থেকে শুরু করে সব ধরনের পণ্যই বিক্রি হচ্ছে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দরে। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে দাম বেড়েছে তার চেয়েও বেশি। দু-তিনদিনের মাথায় বাজারের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, বাজার মনিটরিংয়ের জন্য নেই কোনও বাজার কমিটি। তবে নিত্য-পণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সরকারি নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন সাধারন খেটে খাওয়া ক্রেতারা।

Share This