শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

Views
রনি আকন্দ জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকায় বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বাধা দেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনা পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়া মেইন ২৮১নম্বর পিলারের সাব পিলার নম্বর ৩৭ ও ৩৮ ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া ফেলে বিএসএফ। এতে বাধা দেন হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী। এরপর থেকে ঐ এলাকায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নম্বর পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা কাজ বন্ধ করে দিই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Share This

COMMENTS