সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈষম্যহীন রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠা করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান……. কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতীন

বৈষম্যহীন রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠা করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান……. কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতীন

১৪৭ Views

মাহবুবুজ্জামান সেতু মান্দা  (নওগাঁ) প্রতিনিধিঃ ছাত্র- জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারন করে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যাবস্থা প্রতিষ্ঠা করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম.এ মতীন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত  মতবিনিময় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার  বিকেলে উপজেলার সাবাইহাটে  ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,কৃষকদল ও অঙ্গ  সহযোগি সংগঠনের নেতা-কর্মী কর্তৃক  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউন্নবী হুদা। এসময় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল ও মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক এ,কে,এম নাজমুল হক নাজু,যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু,  সাবেক  সিনিয়র সহ- সভাপতি মরহুম মুনসুর আলী মৃধার মেয়ে হেলেন,সাংগঠনিক সম্পাদক  বেলাল হোসেন খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক কুমার বিশ্বজিৎ,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সদস্য রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু,উপজেলা কৃষকদলের আহবায়ক সুলতান আহম্মেদ, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম,সিনিয়র সহ সভাপতি সানোয়ার এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলাল প্রমূখ। এর আগে পাঁজরভাঙ্গা-সতীহাট-সাবাইহাট পর্যন্ত একটি বিশাল  মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Share This