সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁয় বানভাসি মানুষের জন্য উন্মুক্ত কনসার্ট

নওগাঁয় বানভাসি মানুষের জন্য উন্মুক্ত কনসার্ট

৪২৬ Views

নওগাঁ প্রতিনিধি: সারা দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ এখনো পানি বন্দী। ভেঙে গেছে হাজারো মানুষের বসতবাড়ি। বিপদগ্রস্ত সে সকল মানুষদের জন্য অর্থ সংগ্রহে নওগাঁয় উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নওগাঁ জেলা সদর উপজেলার মুক্তির মোড়, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উন্মুক্ত কনসার্ট এর আয়োজন করেন নওগাঁ জেলা বাদ্যযন্ত্র শিল্পী ও কন্ঠশিল্পী বৃন্দ। কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ গ্রহন করছেন নওগাঁ জেলাসহ দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো।
দেশের জনপ্রিয় যাযাবর ব্যান্ডের সার্বিক তত্ত্বাবধানে কনসার্টে অংশ গ্রহন করেন, লিওপ্যাড ব্যান্ড, ড্রিমস ব্যান্ড, আখড়াবাড়ি, নওগাঁ বাউল, সিগনেচার, উই ব্যান্ড, রক পেন্সিল, শান্তনা, টিপু বারই সহ দেশ বরেন্য অনেক শিল্পী বৃন্দ। গানের পাশাপাশি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশ করেন শাওন, ইতি ও রৃতু প্রমূখ।

যাযাবর ব্যান্ড ভোকাল জনপ্রিয় শিল্পি ক্যাপ্টেন বলেন, মানুষ মানুষের জন্য এই স্লোগান টিকে সামনে রেখে আমরা নওগাঁ জেলার সকল ব্যান্ড, মিউজিসিয়ান ও কন্ঠ শিল্পীরা একত্রিত হয়েছি শুধু মাত্র বানভাসি অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের জন্য কনসার্টের আয়োজন করেছি, যেখানে দেশের সুনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছেন। এই ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে একজন শিল্পী হিসেবে এগিয়ে এসেছি। আমাদের ব্যান্ডসহ আরো কিছু ব্যান্ডের শিল্পীরাও নগদ অর্থ, শুকনা খাবার, কাপড়, স্যালাইন, মোমবাতি সহ প্রয়োজনীয় অনেক কিছুই দিচ্ছি। আমাদের তিন সদস্যের একটি টিম ইতোমধ্যে অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াতে রওনা করছে। দ্রুত বানভাসি মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই কাম্য।

Share This