শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটে পিএফজি’র আয়োজনে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পিএফজি’র আয়োজনে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত

৫৫ Views

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় ১২ মার্চ বিকেল ৫টায় ধামইরহাট ভবনের ৪তলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে ও পিএফজির কো-অর্ডিনেটর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেনজেলা সমন্বয়ক সুকমল মন্ডল, উপজেলা বিএনপি নেতা মোঃ হানজালা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দল নেত্রী মাজেদা বেগম, জেলা বিএনপির সহ সভাপতি বেলী খাতুন, পৌর বিএনপি নেত্রী শাহিনা খাতুন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট মোঃ আইয়ুব হোসেন, জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি লুইসার রহমান,মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগম, মহিলালীগ নেত্রী কবিতা পারভীন, যুবলীগের সহ সভাপতি সেলিম মাহমুদ রাজু, জাতীয় পার্টির সভাপতি দেওয়ান মোঃ আব্দুল হান্নান, ছাত্রসমাজসেতা মুক্তারুল হোসেন, ছাত্রদল নেতা রুবেল হাসান রতন, সাংবাদিক মুমিনুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের নেতা রামজনম রবিদাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সবশেষে সকল উপস্থিতিদের ইফতার সামগ্রী প্রদান করা হয়।

Share This