বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপাহারে ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

সাপাহারে ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

Views
হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশব্যাপী ধর্ষণকারী ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে নওগাঁর সাপাহারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ  বুধবার সকাল দশটায় মানববন্ধন উপলক্ষে  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিশাল আকারের প্রতিবাদ মিছিল বাইর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে মিলিত হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা জন সাধারণ ও ছাত্রদের সমন্বয়ে অনুষ্ঠিত মানববন্ধন এর ব্যবস্থাপনায় ছিলেন সাপাহার শখের বাড়ি অর্নামেন্টাল শপ এন্ড সাজু টেলিকমের স্বত্বাধিকারী মোঃ সাজু।
অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন সাপাহার উপজেলা বৈষম্য বিরোধী পরিষদের উপদেষ্টা খাইরুল ইসলাম বকুল, প্রধান সমন্বয়ক নাঈম ইসলাম, সমন্বয়ক রিফাত, মাহফুজ ফারুক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণকারীদের অতিবিলম্বে ফাঁসির রায় কার্যকর সহ সারা দেশের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Share This

COMMENTS