
নেত্রকোণায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে মানববন্ধন

৭ Views
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণায় মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে সহজ সরল নিরীহ কৃষকদের হয়রানির প্রতিবাদে ও গ্রেফতারকৃত ফজল হকসহ ছয় জনের মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ (৮ মার্চ) শনিবার দুপুরে পূর্বধলা উপজেলার ধলামুলগাও ইউনিয়নের পাটলি গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, ধলামুলগাও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রুকনুজ্জামান ফকির, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য ফজলুর রহমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আমানুর রহমান আমান, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সম্পাদক রতন ফকির, ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ ফকিরসহ অন্যান্যরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুথ্যানে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসর শহিদ মাস্টার ও তার ভাই তরিকুল এখনও এলাকায় নিরীহ কৃষকদের নানাভাবে হয়রানি করে চলছে। সম্প্রতি শহিদ মাস্টার গং তারই প্রতিবেশী ফজল হকের পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেয়ার চেষ্টা করে। এতে ফজল হক গংরা বাধাঁ দেয়, এতে শহীদ মাস্টার ও তরিকুল ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে পুলিশ ফজল হক সহ তার গোষ্ঠীর ছয় জনকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করে।
এরই প্রতিবাদে এলাকাবাসী আজ মানববন্ধন করে নিরীহ কৃষকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত ব্যাক্তিদের মুক্তির দাবি জানান।