শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় সেনাবাহিনী কর্তৃক ৩ টি ককটেল উদ্ধার

নওগাঁয় সেনাবাহিনী কর্তৃক ৩ টি ককটেল উদ্ধার

২০৭ Views

সবুজ হোসেন, নওগাঁ:
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় আব্দুল বাকিদ পবেল এর দোকানে সেনাবহিনী অভিযান চালিয়ে ০৩ টি অবিস্ফোরিত ককটেল, ০৩ টি চাকু, একটি জমির মৌজার নকশা উদ্ধার করেছে।
শুক্রবার বৈকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কর্তৃক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজারে আব্দুল বাকিদ পবেল এর দোকানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ০৩ টি অবিস্ফোরিত ককটেল, ০৩ টি চাকু, একটি জমির মৌজার নকশা উদ্ধার করে সেনাবাহিনী।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে ০৩ টি অবিস্ফোরিত ককটেল, ০৩ টি চাকু, একটি জমির মৌজার নকশা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আরো কিছু তথ্যের ভিত্তিতে আমরা আবরো অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত অভিযান চলমান।

Share This