বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে ২দিন পর এক বিধবা মহিলার মরদেহ উদ্ধার হত্যাকারী গ্রেফতার

পার্বতীপুরে ২দিন পর এক বিধবা মহিলার মরদেহ উদ্ধার হত্যাকারী গ্রেফতার

১৩১ Views

পার্বতীপুর (দিনাজপুর) থেকেঃ মোঃ মিজানুর রহমান মিজান: দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা পুলিশ দুই দিন ধরে নিখোজ হওয়া নাদিরা বেগম(৬১) নামের এক বিধবা মহিলাকে হত্যার অভিযোগে রাহেনুর ইসলাম (৪১) নামের এক যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের স্বীকারোক্তির ভিত্তিতে নিহতের মরদেহটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে(দিমেক) পেরণ করা হয়। ঘটনাস্থল পার্বতীপুর উপজেলার জাহানাবাদ কালেখাপাড়া গ্রাম। পুলিশ সূত্র জানায়, গত রোববার (২৩ ফেব্রæয়ারী) থেকে নিখোজ ছিল নাদিরা বেগম। তার মোবাইল নম্বরও বন্ধ পায় পরিবারের লোকজন। এ ঘটনায় নিহতের মেয়ে ২৩ ফেব্রæয়ারী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করে। এরপর পুলিশ তদন্তকালে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুরাতন বাজার ইসলামপুর মহল্লার সোবজারের নিকট থেকে নিহত ব্যক্তির ব্যবহ্যত মোবাইল ফোন উদ্ধার করে। এরই সূত্র ধরে পুলিশ হত্যাকারী রাহেনুর ইসলামকে গত সোমবার রাত ৮টার দিকে (২৫ ফেব্রæয়ারী) গ্রেফতার করে। রাহেনুরের স্বীকারোক্তি অনুযায়ী নিহত নাদিরা বেগমের লাশ রাত সাড়ে ১১টার দিকে তারই(নাদিরা বেগম) বাড়ির স্টোর রুম থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, হত্যাকারী ওই যুবক ২৩ ফেব্রæয়ারী সকাল সাড়ে ১০ টায় নাদিরা বেগমের কাছে ৫শ টাকা কর্জ চায় কিস্তি দেয়ার জন্য। দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করা হলে রাহেনুর ইসলাম নাদিরা বেগমের গলায় ওরনা পেচিয়ে তাকে হত্যা করে। এরপর তার গলা ও কান থেকে স্বর্নালঙ্কার ও ব্যবহ্যত মোবাইল ফোন ছিনিয়ে নেয় হত্যাকারী। সে ছিনতাই হওয়া মালামাল পুরাতন বাজার ইসলামপুর মহল্লার সোবজারের নিকট বিক্রি করে। সোবজার মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দিয়ে স্বার্নালঙ্কারসমুহ (কানের দুল) আনিছ জুয়েলার্স এর মালিক আনিছুর রহমানের নিকট বিক্রি করে দেয়। পুলিশ এসব ঘটনায় সোবজার ও আনিছ জুয়েলার্স এর মালিক আনিছুর রহমানকেও আটকের পর ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরণ করে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্চার্জ আব্দুস সালাম জানান, হত্যাকারী রাহেনুর ইসলামের বিরুদ্ধে নিহতের মেয়ে নাসিমাকে বাদী করে নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৪/২৫ তারিখ ২৫-০২-২০২৫। আদালতের আইনী দিক নির্দেশনা মোতাবেক সোবজার ও আনিছুর রহমানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহন করার হবে।

Share This