শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাপ্পি গ্রেফতার 

আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাপ্পি গ্রেফতার 

১৭ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরব আহমেদ বাপ্পি রাজশাহীতে গ্রেফতার হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীতে ডিবির হাতে গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত করেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান।
এর আগে মুক্তার আলীর বাড়িতে ৬জুলাই অভিযান চালিয়ে তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছিল পুলিশ। এসময় তার বাড়ি তল্লাশি করে  ৪টি বিদেশি পিস্তল, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, ইয়াবা ও বিদেশী মদ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছিল সহ-কারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ।
 গত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট কারলে স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়ীতে হামলা চালায় মেয়র মুক্তার আলী। এ সময় মজনুকে মারপিট ও বাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় ওই রাতেই মজনু বাদি হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ওই রাতেই  বাঘা থানা পুলিশের একটি দল আড়ানী পৌর মেয়রের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় তার  বাড়ি তল্লাশি করে ৪টি পিস্তল, মদ, ও ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার বাড়ি থেকে নগদ প্রায় ৯৫ লাখ টাকা উদ্ধার করা হয় । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়র মুক্তার আলী পালিয়ে যায়। তবে তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানা পুলিশ। অস্ত্র  ও মাদক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন  করা হয়েছিল।
Share This