রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী “ক্যাম্পাস জুড়ে নবীন প্রবীণদের মিলন মেলা”

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী “ক্যাম্পাস জুড়ে নবীন প্রবীণদের মিলন মেলা”

১১৪ Views

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : মাথায় হলুদ ক্যাপ, হাতে সাদা ব্যাগ আর ব্যান্ডপাটি বাজনার সুরের মূর্ছনায় নতুন পুরাতন ছাত্রীরা মিলন মেলায় সমবেত হয় শত সহস্র শিক্ষার্থী। গতকাল শনিবার (৮ ফেব্রæয়ারি) দিনাজপুরের ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে নেচে গেয়ে রজতজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য রালীতে এই দৃশ্য চোখে পড়ে।

এ উপলক্ষে নয়নাভিরাম সাজে সেজেছে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাস চত্বর। রংবেরঙের ফুলের বাহার, টাইলস বসানো দৃষ্টিনন্দন পান্থপথ, এই পথকে আরো সুরক্ষিত করেছে সোন্দর‌্যমন্ডিত বিভিন্ন রঙের  ছোট্ট প্রাচীর, কলেজের প্রবেশদ্বার দিয়ে সোজা প্রবেশ করতেই একুরিয়ামে রংবেরঙের মাছ,  পশ্চিমে পুকুরের উপর আর্টিফিশিয়াল দৃষ্টিনন্দন সেতু, পাশেই এক্সক্লুসিভ মন মাতানো মঞ্চ, এর সামনে বিশাল প্যান্ডেল, কলেজ ভবনের সারা শরীরজুড়ে দেখা যাচ্ছে চিত্ত হরণ করা নতুনত্বের ছোঁয়া। সন্ধ্যা ঘনিয়ে এলেই চোখে পড়ে মনোমুগ্ধকর আলোকসজ্জা। নবীন- প্রবীণ  শিক্ষার্থী,  দর্শনার্থী এবং অতিথিদের পদচারনায় মুখর হয়ে উঠেছে কলেজের ক্যাম্পাস। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজটি ২৫ বছর পার করেছে কিছুদিন আগেই। বৈশ্বিক করোনার কারণে সে সময় রজত জয়ন্তী অনুষ্ঠানটি করতে পারিনি। কলেজ ক্যাম্পাসে মহা উৎসবে মেতে উঠে নবীন প্রবীণ শিক্ষার্থীরা।

কলেজ শিক্ষার্থীদের সমবেত করতে কলেজ কর্তৃপক্ষ নানা উদ্যোগ নেয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনটি। সকাল ১০টায় কলেজ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে শেষে হয়। পরে আলোচনা সভা, স্মৃতিচারণ ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। শেষে রজত দেশের বর্ণাঢ্য শিল্পিদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংঙ্গিত পরিবেশন করেন, চ্যানেল আই সেরা কন্ঠের কণ্ঠশিল্পী লুইপা, প্লে ব্যাক সিঙ্গার মোমেন  বিশ্বাস, ক্ষুদেগানরাজ স্মরণ, এছাড়াও অনুষ্ঠানের ফাকে কলেজ সংশ্লিষ্ট ইতিহাস ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি পর্দশন করা হয়। সেইসাথে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ক্যাম্পাস নানা বিষয় নিয়ে বিচিত্র ধরনের অনুষ্ঠানাদির প্রামাণ্যচিত্র।

এদিকে রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয় বর্ণাঢ্য ম্যাগাজিন ‘স্পন্দন’। ১৮৪ পৃষ্ঠার এই ম্যাগাজিনে আছে সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ স্মৃতিচারণ, বরেণ্য ব্যক্তিদের বাণী, স্থানীয় বিজ্ঞাপন, কলেজ শিক্ষক এবং স্টাফ পরিচিতি, স্মৃতি হাতড়ানো ছবি, সাথে নবীন প্রবীণ ছাত্রীদের পরিচয় এবং পরিচিতি।

আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান ও অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতেলর অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী প্রমুখ।

রজত জয়ন্তীর উৎসব সম্পর্কে সহকারী অধ্যাপক যথাক্রমে এস এম আব্দুল্লাহ আখতারুজ্জামান,ইংরেজি বিভাগের আবু হেনা মো. খাইরুল আনাম, কম্পিউটার শিক্ষার প্রদর্শক মোস্তাক আহম্মদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের রজত জয়ন্তী অনুষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ধরনের ভূমিকা পালন করে। সবার সাথে সবার আত্মিক সম্পর্ক গঠনে অগ্রণী ভূমিকা রাখছে।

কলেজের উপাধ্যক্ষ মোছা. রহিদা বেগম বলেন, কলেজ জীবনের স্মৃতি বিজড়িত রজত জয়ন্তী অনুষ্ঠানটি অনেকের জন্য উপভোগ্য হয়ে উঠেছে। নবীন প্রবীণের মহামিলন মেলায় মেতেছে সকলে। উৎসবের আমেজ ছড়িয়ে গেছে সারা ক্যাম্পাস জুড়ে।

দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান  অধ্যক্ষ মো.খুরশিদ আলম বলেন, বৈশ্বিক করোনার কারণে ২৫ বছরে রজত জয়ন্তী অনুষ্ঠানটি করতে পারিনি। আয়োজন করতে কলেজের বয়স ৩০ বছর হয়ে গেছে। নবীন প্রবীণ শিক্ষার্থীদের  মহামিলন মেলায় পরিণত হয়েছে ক্যাম্পাস জুড়ে । শিক্ষার্থীরা  বিভিন্ন জায়গা থেকে পরিবার-পরিজন নিয়ে এসেছে । রজতজয়ন্তী অনুষ্ঠানটি অনেকের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

Share This