মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

ঘোড়াঘাটে কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

৩৪ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চলতি মৌসুমে কৃষকরা ইরি-বোরো রোপনে বীজতলা থেকে বীজ উত্তলোণে ও রোপনের ব্যস্ত সময় পার করছেন। ঘন কুয়াশা ও শীতে কৃষকের বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। বীজতলার কচি চারাগুলো ঠান্ডা ও কুয়াশায় হলুদ রং আকার ধারন করেছে। ঘোড়াঘাট উপজেলার মাঠে ইরি-বোরো চাষাবাদে দলবেঁধে একদল শ্রমিককে বীজতলা থেকে চারাবীজ উত্তলোণ করতে দেখা যায়। উপজেলার রামেশ্বরপুর গ্রামের শ্রমিকের সর্দার মোঃ মমিন বলেন, প্রতিবছরই আমরা ধানকাটা ও রোপন করা, সরিষা, আলু, গম, ভুট্টা সহ মাঠের সকল প্রকারের ফসল এইভাবে দলবেঁধে কাজ করে থাকি। ২৭৫০’শ টাকায় ৫০ শতকের একবিঘা জমির চারা তোলা ও লাগানোর চুক্তিতে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি বলেন তিনি। জমিতে আলু ও সরিষা আছে কয়েকদিন পরেই সেগুলো তুলে ইরি ধান লাগাব সেইজন্য বীজতলায় চারাও প্রস্তুত করেছি। তবে ঘন-কুয়াশা ও ঠান্ডায় চারাগুলো হলুদ আকার ধারন করেছে এবং কিছু চারার ক্ষতিও হয়েছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান বলেন,অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশায় কোল্ড ইনজুরিতে যাতে বীজতলার ক্ষতি না হয় সেইলক্ষে আমরা কৃষি অফিস কৃষকের পরামর্শ দিচ্ছি বলেও জানান তিনি।

Share This