বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত 

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত 

Views
এ কে এম আব্দুল্লাহ,  নেত্রকোনাঃ  নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে দত্ত উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই সীরাত মাহফিলের আয়োজন করে।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তফা কামাল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মাহমুদা আক্তার,
ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান,  নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিয়র রহমান, প্রবীন কর্ণারের সভাপতি এ টি এম হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সামছুল আলম, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহাব খান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক এম মুখলেছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাসেম, সীরাত মাহফিল উপ কমিটির আহবায়ক মোহাম্মদ জুবায়ের হোসেন, সদস্য সচিব মাহমুদুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে হামদ, নাত, কেরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Share This

COMMENTS