সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

<span class="entry-title-primary">নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন </span> <span class="entry-subtitle">সৈয়দ জাহেদুল আলম সভাপতি : হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন সম্পাদক  </span>

নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন  সৈয়দ জাহেদুল আলম সভাপতি : হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন সম্পাদক  

Views
এ কে এম আব্দুল্লাহ,  নেত্রকোনাঃ নেত্রকোনা পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জাহেদুল আলমকে সভাপতি এবং জেলা বিএনপি সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই এর সাবেক ডাইরেক্টর হুমায়ুন রশিদ খান পাঠান রুমেনকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সেলিম রেজা খান সহ সভাপতি, বাবলু সাহা সহ সভাপতি, মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, রাজিব সাহা সাংগঠনিক সম্পাদক, মোঃ খায়রুল আলম কোষাধ্যক্ষ।
 সদস্যরা হচ্ছেন, মোঃ আজাদ রহমান, মাসুদ পারভেজ মাসুম, শামসুল কবীর রাহাত, নিরঞ্জন সরকার, মোঃ কামাল হোসেন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রাসেল সরকার, সৈয়দ শফিউল আলম,  দীপক কুমার সাহা ও কামরুল হাসান রিপন।
Share This

COMMENTS