নাটোরে এক সঙ্গে ৬ ট্রাকের সংঘর্ষ, পৃথক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত, আহত-৭
৮ Views
নাটোর প্রতিনিধি : নাটোরে ঘন কুয়াশার কারনে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৬০) এক নারী ও মোঃ হুসাইন (৩৫) নামে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন অন্তত ৭ জন। এছাড়া এক সঙ্গে পন্যবাহি ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের কবলে পড়েছে শত শত যানবাহন।
সোমবার সকাল ৬টার দিকে সদর উপজেলার নওপাড়া ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের জুটমিলের সামনে এক সঙ্গে ৬টি পন্যবাহী ট্রাকেরএই বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এসময় পন্যবাহি কিছু ট্রাক সড়কের ওপর দুমরে-মুচরে পড়ে আছে, কোনটি খাদে আবার কোনটি রাস্তার পাশে ছিটকে পড়ে গেছে। দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে গেছে নাটোর-বগুড়া মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতাসহ যানজট নিরসনের চেষ্টা করছেন। তবে ঘটনাস্থলে সড়কের দুই পাশে শত শত যানবাহন দাঁড়িয়ে আছে। শত শত মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। অপরদিকে একই সময়ে সদর উপজেলার চঁাদপুর এলাকার নাটোর-রাজশাহী সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ট্রাক চালক হুসাইন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নিত্যানন্দ গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি দুর্ঘটনায় আহত ৭ জনের নাম-পরিচয়।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মোঃ মাহাবুর রহমান ও পবা হাইওয়ে থানার উপ-পরির্শক(এসআই) মোঃ ফিরোজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মোঃ মাহাবুর রহমান জানান, সোমবার সকালে ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়ের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রথমে দুইটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর যথাক্রমে ৬টি পন্যবাহি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন ট্রাক চালকের মৃত্যু হয়। এসময় ৫টি ট্রাক সড়কের উপর দুমরেমুচরে পড়ে এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ অন্তত ৭জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে স্বাভাবিক করেন। তিনি বলেন, ৬ মালবাহী ট্রাকের মধ্য সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে ৭ জন আহত হয়েছেন। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। অনেকগুলো ট্রাক এক সঙ্গে দুর্ঘটনায় পড়েছে, তাই এসব সরাতে সময় লাগবে। তারপরও দ্রুত এসব ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
পবা হাইওয়ে থানার উপ-পরির্শক(এসআই) মোঃ ফিরোজ হোসেন জানান, সকালের দিকে নাটোর-রাজশাহী সড়কের চাঁদপুর এলাকায় একটি ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তসহ তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘাতক ট্রাকটির সন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ববস্থা নেয়া হচ্ছে।