বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধামইরহাটে ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের সংবাদ প্রচার করায় সাংবাদিক উপর হামলা, থানার অভিযোগ দায়ের

ধামইরহাটে ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের সংবাদ প্রচার করায় সাংবাদিক উপর হামলা, থানার অভিযোগ দায়ের

Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে রুপা ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের সংবাদ প্রচার করায় সাংবাদিক সহিদুল ইসলামের উপর হামলা করেছে ডায়াগনস্টিক সেন্টারের সন্ত্রাসী বাহিনী। গত ৯ ডিসেম্বর রাতে ধামইরহাট প্রেস ক্লাব হতে বাড়ী যাবার পথে ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বাবুর নেতৃত্বে এই হামলা করা হয়। ভুক্তভোগী সাংবাদিক সহিদুল ইসলাম ধামইরহাট থানার অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে সম্প্রতি ধামইরহাট বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামানের ছোট বোন রুপার নামে পরিচালিত রুপা ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন যাবত বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে ধামইরহাট প্রেস ক্লাবের স্থায়ীয় কয়েকজন সাংবাদিক নিয়ে ঘটনা সরেজমিন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে অনিয়ম ও ব্যাপক অসংগতি পাওয়া গেছে এ সংক্রান্ত একটি রিপোর্ট দৈনিক দেশ, দৈনিক মানবাধিকার ও এটিএম নিউজ এ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ক্ষোভে রুপা ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজার বাবু ও তার ছোট ভাই শামীমসহ বেশ কয়েকজন আমাইতাড়া বাজার এলাকায় মোটরসাইকেলের পথরোধ করে বেধড়ক মারপিট করে মোটরসাইকেল ভাংচুর করে সাংবাদিক সহিদুল ইসলামের নিকট বিজ্ঞাপনের লক্ষাধিক টাকা চুরি করে নেয়। এই ঘটনায় উপজেলার বিভিন্ন সাংবাদিক ও জেলার সাংবাদিক মহল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রতিবাদ জানিয়েছেন।এ বিষয়ে আমাইতাড়া গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে ভুক্তভোগী সহিদুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহিম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে।

 

 

Share This

COMMENTS