নেত্রকোনায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের বিক্ষোভ
এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ; ‘স্বাধীনতার চেতনা, লুন্ঠিত হতে দিব না’। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার চেতনা লুন্ঠিত করার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নকারী পরিষদ।
সোমবার বিকাল সাড়ে পাঁচটায় জেলা শহরের স্থানীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন ¯েøাগানের সাথে আরও যুক্ত করা হয়েছে ‘যে বলে সে রাজাকার, এই পরিচয়টা লজ্জার’।
এতে উদীচী সহ আওয়ামী লীগের নেতা, বঙ্গবন্ধু পরিষদ ও বিভিন্ন সমমনা সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান ও বঙ্গবন্ধু পরিষদ নেতা আনোয়ার জহির লিটন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় কোটা বাতিলের দাবীতে যারা রাজপথে বিশৃংখলা ও নৈরাজ্য সৃষ্টি করছেন তাদেরকে আদালতের নির্দেশ মেনে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠাতে ফিরে যাওয়ার আহবান জানান।