শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেরপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহের আমজাদ,মেহেরপুর : “মানবতার সংকট ও রবীন্দ্রনাথ শীর্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমীর সভাপতি ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ইয়াসমিন আরা সাথী, বিশিষ্ট শিশু সাহিত্যিক রফিকুর রশীদ,মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা,সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দরা সঙ্গীত, নৃত্য ও কবিতা পরিবেশন করে।

১০৮ বার ভিউ হয়েছে
0Shares