মেহেরপুরে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য বাসর অনুষ্ঠিত
মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার (৩০-০৮-২০২৪) বিকালে আলোচনা সভা ও সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাহিত্য বাসর এর সভাপতিত্ব করেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম. এ. বাশার এবং সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক মোঃ সাইদুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর “এর সাহিত্য সম্পাদক মিনা পারভীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু লায়েছ লাবলু,নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিলুফার বানু। অনুষ্ঠানের ২য় পর্বে “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় কবিতা আবৃত্তিতে অংশ গ্রহন করেন কবি আবু লায়েছ লাবলু,মুহম্মদ মহসীন,নূর আলম,রফিকুল ইসলাম,শফিকুর রহমান সেন্টু,বদরুদ্দোজা বিশ^াস,সাদেকুজ্জামান সেন্টু প্রমুখ।