শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে চোরাই গরুসহ ৪জন আটক

সিরাজগঞ্জে চোরাই গরুসহ ৪জন আটক

১২ Views

সিরাজগঞ্জ প্রতিনিধি  ::  সিরাজগঞ্জে দুটি চোরাই গরুসহ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ১২ মার্চ র‌্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনটি পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো-পাবনার সুজানগর থানার দুলাই গ্রামের শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার (৪৪), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলীয়ারপুর গ্রামের জমশের মন্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫), একই উপজেলার প্রতাপপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মন্ডল (৩৪)।
র‌্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি জানান, গত ২৫ ফেব্রুয়ারী ভোরে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়। বিষয়টি র‌্যাব গুরুত্ব সহকারে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরাইকৃত গরুসহ চোরচক্রের ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Share This

COMMENTS