শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে মহাসড়কে মাইক্রোবাসে  ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার

সিরাজগঞ্জে মহাসড়কে মাইক্রোবাসে  ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার

১০ Views

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর উত্তরপাড়া ১নং মিলগেট এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), মাহমুদপুর ৩নং গলির হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০),
কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার সোলেমান মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু ওরফে কেচু (৩৫) ও মানিক মন্ডলের ছেলে আব্দুর রহিম মন্ডল (৩৬)।

বুধবার (১২ মার্চ) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যমুনা সেতু পশ্চিম কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে ইট ছুড়ে মেরে ডাকাতির ঘটনায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতদের সঙ্গে থাকা একটি রামদা, একটি হাঁসুয়া, একটি ডেগার, একটি লোহার রড, লুণ্ঠিত তিনটি মোবাইল ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এরআগে রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে  যমুনা সেতু পশ্চিম কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসটি পৌঁছালে ডাকাতরা ইট ছুড়ে মারে। এতে চালক মাইক্রোবাস থামাতে বাধ্য হন। পরে ৭-৮ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় যাত্রীদের সঙ্গে থাকা সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় । এঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ী গ্রামের বাসিন্দা ড. মো. ওবায়দুল্লাহ মামলা দায়ের করেন । গ্রেফতারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share This

COMMENTS