শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনবাগে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চিমনী ভেঙ্গে অকেজো,

সেনবাগে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চিমনী ভেঙ্গে অকেজো,

৭৬ Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি; সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পূর্বালী ব্রিকফিল্ড (চইগ) নামের একটি অবৈধ ইটভাটার চিমড়ী ভেঙ্গে অকেজো করে দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয় এবং সেনবাগ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১১ টার উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের পাশের উত্তর সাহাপুর গ্রামের ওমর ফারুকের মালিকানাধীন মেসার্স পূর্বলী ব্রিকফিল্ড নামক অবৈধ ওই ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ এলাকায় অবৈধ ভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে ভোলডেজার দিয়ে ইটভাটাটির চিমনী ভেঙ্গে অকেজো করে দেওয়া হয়। এসময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপনের জন্য সেনবাগ ফায়ার সাভির্সের একটি ইউনিটকে প্রস্তুত থাকতে দেখা গেছে। বেলা ১১টা থেকে অভিয়ানটি পরিচালনা করা শুরু হয় বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো।
যোগাযোগ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযানের কথা নিশ্চিত করে বলেন, অভিযান শেষে জরিমানা করা হবে বলে নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক নুর হাসান সজীব,সেনবাগ থানা পুলিশ,নেনবাগ ফায়ার সাভিস,পল্লী বিদ্যৎ সমিতির বিদ্যুৎ কর্মী।

Share This