বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নলডাঙ্গায় রাতের আঁধারে কৃষকের খড়ের গাদায় আগুন 

নলডাঙ্গায় রাতের আঁধারে কৃষকের খড়ের গাদায় আগুন 

১৮৩ Views
নাটোর প্রতিনিধি  : নাটোরের নলডাঙ্গার পিপরুল জামতৈল গ্রামে এক কৃষকের বাড়িতে রাতের আঁধারে খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শত্রুতাবশত পরিকল্পিতভাবে খড়ের গাদা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সামাদের।
তিনি জানান, গতরাত দেড়টার দিকে তিনি প্রকৃতির ডাকে উঠলে ঘর থেকে বের হয়েই খড়ের গাদায় আগুন জ্বলতে দেখেন। এ সময় তার চিৎকারে অন্যরা এগিয়ে আসে। পরে সবার প্রচেষ্টায় আগুন নেভালে অন্যান্য খড়ের গাদা ও ঘরবাড়ি রক্ষা পায়। গাদায় প্রায় ১৫ বিঘা জমির খড় ছিল। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা । কৃষক আব্দুস সামাদ সুষ্ঠু তদন্ত করে এর বিচার দাবি করেন। তিনি এ ব্যাপারে নলডাঙ্গা থানায় অভিযোগ করবেন বলে জানান। অমানবিক ও সহিংস এই কাজের প্রতিকার দাবি করেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মনোয়ার হোসেন জানান, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।
Share This