বগুড়ার কাহালুতে পুকুর থেকে জরিনা নামের এক বৃদ্ধা মহিলার মরা দেহ উদ্ধার।।
১৩ Views
স্টাফ রিপোর্টার।।
সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার নলডুবি মাজার সংলগ্ন এলাকায় আফতাবের পুকুর হইতে জরিনা ( ৬২) নামে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে কাহালু থানা পুলিশ।
সে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা চকপাড়া গ্রামের লালমন এর স্ত্রী।জানা যায়, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা জরিনা তার মেয়ে জামাই কাহালু উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলাম সাকিদার ওরফে চুন্নুর বাড়ি থেকে গত বুধবার রাত ৩টার দিকে বের হয়ে নিখোঁজ হয়।
পরদিন তার জামাই এলাকায় মাইকিং করে তার সন্ধান না পেয়ে গত ৭ই ডিসেম্বর কাহালু থানায় একটি জিডি দায়ের করেন। আজ সোমবার সকালে এলাকার লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন।