বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ

Views
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের শপথ ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়ার প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের আলো ও যায়যায় দিনের চট্টগ্রাম ব্যুরো চীফ আইকনিক সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম সরোয়ার, অনুসন্ধানমুলক পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রা’র চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ সিনিয়র সাংবাদিক এনামুল হক রাশেদী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, সিনিয়র সহসভাপতি মীর খান মামুন, সহসভাপতি আবদুল করিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন লাভলু, সহ সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম জাকের, দফতর সম্পাদক নেজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় নিয়োজিতদের ন্যায় নীতিবোধে বলিয়ান হতে হয়। রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিজকে সদা সর্বদা উৎসর্গ করতে হবে। লোভ লালসার ঊর্ধ্বে উঠে নির্ভয়ে কাজ করার সৎ সাহস না থাকলে এ পেশায় যুক্ত হতে নিরুৎসাহিত করেন তিনি। সাংবাদিকরা জাতির বিবেক। বিশেষ কোনো মুহূর্তে বিশেষ কোনো দল কিংবা গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষাবলম্বন করা সাংবাদিকের কাজ নয় বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
সভায় আরো উপস্থিত থেকে শপথ গ্রহন করেন, সভাপতি এ.কে.দেব অনিরুদ্ধ অপু, সিনিয়র সহসভাপতি মীর খান মামুন, সহঃসভাপতি আবদুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন লাভলু, সহ সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম জাকের, সাংগঠনিক সম্পাদক মো.আজিজুল ইসলাম, সহ অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস, প্রশিক্ষণ ও গণযোগাযোগ সম্পাদক মো. মুজিবুল্লাহ আহাদ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. মোরশেদুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ইউসুফ, কার্যনিবার্হী সদস্য মো.জাহাঙ্গীর আলম, এরশাদ হোসেন চৌধুরী, মো. নাজিম উদ্দিন, এসএএম ইমতিয়াজ হায়দার, মো.জসিম উদ্দিন, মো.সেকান্দর হোসেন শান্ত।
পরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করে ২০২৪-২৬ সেশনের জন্য ২৩ সদস্যের নব নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।
Share This

COMMENTS