বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে ভ্যান চালকের হত্যা করে ভ্যান ছিনতাই

ঘোড়াঘাটে ভ্যান চালকের হত্যা করে ভ্যান ছিনতাই

১২ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ঘোড়াঘাটে ভরত চন্দ্র দাশ (৫৫) কে হত্যা করে ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই করেছে দূর্বৃত্তরা। তিনি উপজেলার কালুপাড়া পিটালী গাছা গ্রাামের মৃত্যু কালীদস চনেদ্র ছেলে। মঙ্গলবার (৩ ডিমেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের লোাহাবন্দর গ্রামের একটি আম বাগান থেকে ভরত চন্দ্র দাশ (৫৫) লাশ দেখতে পান স্থানিয়রা। পরে থানাই খবর দিলে লাশ উদ্ধার করে। ঘোড়াঘাট থাানা ও পরিবার সূত্রে জানাযায়, ভারত চন্দ্র গত কাল সোমবার বিকালে বাড়ি থেকে বের হন জিবিকার তাগিতে । রাতে বাড়ীতে না ফেরাই পরিবারের লোকজন কুজতে থকে। খোজা খুজি করে তার হদিস মিলেনি ভরত চন্দ্রের। মঙ্গলবার সকাল বেলা কাছাররুল নামে এক ব্যাক্তি আম বাগানে লাশ পরে থাকতে দেখেন। পুলিশ সকাল সারে ১০ টায় লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, ভরত চন্দ্রকে অন্য কোন জায়গায় হত্যা করে এখানে ফেলে রেখে চলে যায় দূর্বৃত্তরা। ঘোড়াঘাট থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে ভরত চন্দ্রকে হত্যা করে দৃর্বৃত্তরা তাঁর আাটো ভ্যান ছিনতয় করে নিয়ে গেছে। লাশ উদ্ধাররের সময় গাশ চিহ্ন দেখাা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জরিতদের আইনের আৗতায় আনা হবে।

Share This