খুলনায় আইন সহায়তা অ্যাকটিভিটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি : খুলনায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে আইন সহায়তা প্রকল্প অবহিতকরণ সভা খুলনা জেলা ও দায়রা জজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন।
ইউএসএআইডি আইন সহায়তা অ্যাকটিভিটির আর্থিক সহযোগিতায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রাইটস যশোর পরিচালিত প্রকল্পের অধীনে সভায় সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড এর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রচার-প্রচারণা বৃদ্ধির সুপারিশ করেন। তিনি বলেন, ‘আমাদের সকলের মূল্যবোধ বাড়াতে হবে। গরীব ও অসহায় মানুষ যাতে আইনগত সহায়তা লাভের অধিকার থেকে বঞ্চিত না হন সেজন্যে যে যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে’। এক্ষেত্রে জেলায় আইন সহায়তা অ্যাকটিভিটিকে বেগবান করতে রাইটস যশোরকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন জেলা ও দায়রা জজ।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার সরকার। উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, প্যানেল আইনজীবী, পিপি, জিপি ও প্যানেল আইনজীবীবৃন্দ। সভাটি পরিচালনা করেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত, উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম ও জেলা কর্মকর্তা তপন চন্দ্র দাস। বক্তৃতা করেন এ্যাডঃ হালিমা খাতুন, ওসিসি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, শ্রীফলতলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম, ভিলেজ কোর্ট কর্মকর্তা শিশির রায়, এনজিও প্রতিনিধি মোঃ জাকারিয়া, সাংবাদিক প্রতিনিধি কৃষ্ণ গোপাল সেন, ইমরান হোসেন প্রমূখ। সভায় বক্তারা সরকারি আইন সহায়তা কার্যক্রমের মাধ্যমে গরীব, অস্বচ্ছল, পিছিয়েপড়া জনগোষ্ঠী ও নির্যাতিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন এবং কোন বিচারপ্রার্থী যাতে হয়রানির শিকার না হন এর জন্য প্রেয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।