বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

৩৮ Views

রনি আকন্দ, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে চলতি বছরে সরকারিভাবে শুরু হলো অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান। রবিবার বিকেলে কালাই উপজেলা খাদ্যগুদাম চত্তরে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামীমা আক্তার জাহান।

এবার উপজেলার ২০২৪/২০২৫ অর্থবছরে দুই খাদ্য গুদামে চলতি আমন মৌসুমে মিল-চাতাল ব্যবসায়ীদের নিকট থেকে প্রতি কেজি ৪৭ টাকা দরে ২ হাজার ১শ ৯২ মেট্রিক টন সিদ্ধ চাল ও আতব চাল ৪৬ টাকা দরে ২২৬ মেট্রিক টন এবং কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৩ টাকা দরে ৮শ ২৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ঐসব ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ২৮ শে ফেব্রুয়ারী২০২৫ পর্যন্ত।

এ সময় উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মো.আবু সালেহ মোহাম্মদ এমরান, উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি আপূর্ব রায়হান চঞ্চল, জয়পুরহাট জেলা বিএনপি সদস্য  মো.আনিসুর রহমান তালুকদার, উপজেলা সহকারী উপ-খাদ্য পরিদর্শক এনামুল হক, কালাই উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি মো.আব্দুল আজিজ আকন্দ ও  সাধারণ সম্পাদক মো. হুমায়ন তালুকদার উপস্থিত ছিলেন।

উক্ত অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে উপজেলার খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এস ডি আপূর্ব রায়হান চঞ্চল বলেন, উপজেলার দুই খাদ্য গুদামে ধান ও চালের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে পারবো। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহের জন্য উপজেলার মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। আশা করছি চুক্তি অনুযায়ী আমরা তাদের কাছ থেকে চাল পাবো।

Share This

COMMENTS