ঘোড়াঘাট ৩ নং সিড়া ইউনিয়ন পরির্ষদ পরিদর্শন করেন রংপুর বিভাগের উপ-পরিচালক
২৮ Views
আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ নং সিংড়া ইউনিয়ন পরির্ষদ পরিদর্শন করে রংপুর বিভাগের উপ-পরিচালক মহোদয়। ২০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় ঘোড়াঘাট ৩ নং সিংড়া ইউনিয়ন পরিদর্ষ পরিদর্ষন করে স্থানীয় সরকার রংপুর বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ আবু জাফর,পরিদর্শন কালে ইউনিয়নের রেজিষ্টর সহ বিভিন্ন কাগজপত্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়ঘাট উপজেলর নির্বাহী অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, ৩নং সিংড়া ইউপির চেয়াম্যান মোঃ সাজ্জাত হোসেন। ইউনিয়ন পরির্ষদের মেম্বার মহিলা মেম্বার গন। পরিদর্শন শেষে ইউনিয়ন পরির্ষদ চত্তরে একটি বকুল ফুলের চারা রোপন করা হয়।