রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটা প্রথা বাতিলের দাবি করলেন চরমোনাই পীর 

কোটা প্রথা বাতিলের দাবি করলেন চরমোনাই পীর 

৫৫ Views
নাটোর প্রতিনিধি : নাটোরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে কোটা প্রথা বাতিল করে মেধার ভিত্তিতে চাকুরী নিয়োগের দাবি জানালেন চরমোনাইয়ের পীর রেজাউল করিম।
তিনি  আজ মঙ্গলবার বিকেলে নাটোর কানাইখালী প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই দাবি করেন। ইসলামী যুব আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মুফতী জালালুদ্দিন নোমানী এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মাওলানা আবুল কালাম আজাদ,মিনহাজুল ইসলাম,সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
চরমোনাই পীর বলেন, শুধু আওয়ামী লীগ নয় এ দেশের প্রত্যেকটি দলের মাঝেই মুক্তিযোদ্ধারা আছে। শুধু কোটা প্রথা করে একটি সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস স্বাধীন রাষ্ট্রে সংবিধানকেই অবমূল্যায়ন করা। তাই সাধারণ ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা জানিয়ে তিনি কোটাপ্রথা বাতিল করে মেধার ভিত্তিতে সকল নিয়োগ প্রদান করার দাবি করেন।
Share This

COMMENTS