রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বীপ উপজেলা হাতিয়ায় লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

দ্বীপ উপজেলা হাতিয়ায় লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

৩৩ Views

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের প‚র্বাঞ্চল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি একই ওয়ার্ডের মোঃ ইউসুফের মেয়ে।
স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি।এ সময় বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়। নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হাসান বলেন, নিহতের পিতা পেশায় একজন দিনমজুর। বজ্রপাতে তার মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share This

COMMENTS