মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় মা‌সিক পু‌লিশ-ম‌্যা‌জি‌স্ট্রেসী কনফা‌রেন্স অনু‌ষ্ঠিত

খুলনায় মা‌সিক পু‌লিশ-ম‌্যা‌জি‌স্ট্রেসী কনফা‌রেন্স অনু‌ষ্ঠিত

৫৭ Views

স্টাফ রিপোর্টার : বিজ্ঞ খুলনা মহানগর দায়রা জজ ‌মোঃ শরীফ হো‌সেন হায়দার ব‌লে‌ছেন, ন‌্যায় বিচার তরা‌ন্বিত কর‌তে সকল‌কে আন্ত‌রিক হ‌য়ে কাজ কর‌তে হ‌বে। সেইসা‌থে বিচা‌রিক কাজ ও পুলি‌শী কর্মকা‌ন্ডের উপর জনগ‌নের আস্থা ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে। ১৫ অ‌ক্টোবর মঙ্গলবার বি‌কেল সাড়ে ৪টায় খুলনা চীফ জু‌ডি‌সিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তের সম্মেলন ক‌ক্ষে
য় তিনি এক কথা ব‌লেন। খুলনা চীফ মেট্রোপলিটন ম‌্যা‌জি‌স্ট্রেট কোর্ট এ কনফা‌রে‌ন্সের আ‌য়োজন ক‌রে। সভাপ‌তিত্ব ক‌রেন বিজ্ঞ খুলনা চীফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট মুহাম্মদ আকরাম হো‌সেন।
কনফা‌রেন্সে বক্তৃতা ক‌রেন, অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, সুমাইয়া কাওছার, মোঃ ফরিদুজ্জামান, সিনিয়র সহকারী জজ মোঃ রশিদুল আলম, এসপি পিবিআই মোহাম্মদ নাঈমুল হাছান, কেএমপি’র ডিসি প্রসিকিউশন মনিরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, সিভিল সার্জন ডা. শেখ শফিকুল ইসলাম, এসি ট্রাফিক আনোয়ার হোসেন, উপ সহকারী পরিচালক খন্দকার মাহবুব, লেকচারার ফরেন্সিক ডা. মোঃ ছাবেতুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রায় প্রমূখ। এছাড়া কনফারেন্সে কেএমপি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও আদালতের পিপিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This