রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

১৬ Views

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা ; বৃষ্টিপাতের সময় বিলে মাছ মারতে গিয়ে সেলিম সিদ্দিকী (৫৩) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের ডেমুরা গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডেমুরা গ্রামের মৃত মাকসুদ সিদ্দিকীর পুত্র সেলিম সিদ্দিকী শুক্রবার বিকালে বাড়ীর সামনে বিলে মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে সেলিম সিদ্দিকী মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন এ দৃশ্য দেখতে পেয়ে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রæত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে সেলিম সিদ্দিকী নামে এক জন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ^াস বলেন, বজ্রপাতে নিহত সেলিম সিদ্দিকীর পরিবারকে দাফন কাপনের জন্য তাৎক্ষনিক জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Share This

COMMENTS