শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে ৪০ লাখ টাকা দিলেন নাবিল গ্রুপ

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে ৪০ লাখ টাকা দিলেন নাবিল গ্রুপ

৩৭ Views

রাজশাহী থেকে নাজিম হাসান:
রাজশাহীতে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুকরণে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ৪০ লাখ টাকার অনুদান প্রদান করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে। গতকাল শনিবার (১৩ জুলাই) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর বার্ষিক সাধারণ সভা ফাউন্ডেশনের নিজস্ব ভবনে সকাল ১০ টায় পবিত্র গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠালগ্ন হতে সকল আজীবন সদস্যের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণপূর্বক প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভার আলোচ্যসূচি উপস্থাপনের পূর্বে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুকরণে ফাউন্ডেশনের আর্থিক সীমাবদ্ধতার দিকটি বিবেচনা করে বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ রাজশাহী’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কেবিডি. মো. আমিনুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নান- এর হাতে ৪০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। ফাউন্ডেশনের ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন ও সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক প্রফেসর মহা. হবিবুর রহমান এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. এনামুল হক। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি মো. আব্দুল মান্নান। তিনি উল্লেখ করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত আজীবন সদস্যবৃন্দ এবং কর্মচারীবৃন্দ প্রমুখ।

Share This