মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউনাইটেডের অনুশীলনে ফিরলেন স্যানচো

ইউনাইটেডের অনুশীলনে ফিরলেন স্যানচো

১০৩ Views

এরিক টেন হাগের সঙ্গে জ্যাডন স্যানচোর বরফ শীতল সম্পর্ক গলতে শুরু করেছে। এরইমধ্যে নাকি তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সেই সুবাদেই প্রায় ১০ মাস পর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ইংলিশ ফরোয়ার্ড। টেন হাগ ও স্যানচোর মধ্যকার দ্বন্দ্ব মিটে যাওয়ার কথাবার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন ইউনাইটেডের একটি সূত্র। গত মৌসুমে তৈরি হওয়া বিবাদের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে স্রফে তিনটি ম্যাaচ খেলার সুযোগ পান স্যানচো, সেগুলোও বদলি হিসেবে। পরে কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে জানুয়ারিতে তিনি ধারে খেলতে যান নিজের পুরোনো ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। গত সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে ‘অনুশীলনে ভালো না করার কারণ দেখিয়ে’স্যানচোকে বাদ দেন টেন হাগ। এর প্রতিবাদে এই ফুটবলার দাবি করেন, নিয়মিত অন্যায় করা হচ্ছে তার সঙ্গে। তাকে ‘বলির পাঁঠা বানানোর’ অভিযোগ তোলেন তিনি কোচের বিরুদ্ধে। এমন আচরণের কারণে স্যানচোকে মূল দল থেকে নিষিদ্ধ করে ইউনাইটেড। ডর্টমুন্ডে পাড়ি জমানোর আগে তিনি অনুশীলন করেন ইউনাইটেডের যুব দলের সঙ্গে। জার্মান ক্লাবে গিয়ে আলো ছড়ান স্যানচো। দলটির নিয়মিত সদস্যের একজন হয়ে ওঠেন তিনি। ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার পথে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ফাইনালে অবশ্য রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে দলটির। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ডর্টমুন্ডের জয়ের পর ২৪ বছর বয়সী স্যানচোর প্রশংসা করেছিলেন টেন হাগ। ইউনাইটেডের অন্যান্যের চেয়ে দেরিতে অনুশীলন শুরু করায় প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে রোজেনবার্গের বিপক্ষে খেলতে নরওয়ে সফরে দলের সঙ্গে যাননি স্যানচো। তবে রয়টার্সকে ক্লাবটির এক সূত্র জানিয়েছে, পরের ম্যাচ থেকে দলের বিবেচনায় থাকবেন তিনি।

Share This

COMMENTS