
ধামইরহাটে প্রবাশী শিহাব উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ব্রুনাই প্রবাশী শিহাব উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল বিকেল উপজেলার সাহাপুর গ্রামের মৃত ছামাদ উদ্দিন মন্ডলের ছেলে প্রবাশী শিহাব উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিলে গ্রামের অর্ধ শতাধিক রোজাগারকে ইফতারী করানো হয়। এ সময় অতিথি হিসেবে ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান এড. আইয়ুব হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা মো. জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন,প্রবাশী শিহাব উদ্দিনের মা সাহেরা বানু, বোন সাবানা বেগম, সেলিনা আকতার, ভগ্নিপতি আবু সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রবাশে থেকে গ্রামের মানুষদের ভালবেসে ইতিপূর্বেও বিভিন্ন সহযোগিতার করেছেন প্রবাসী শিহাব উদ্দিন, তিনি এই রমজান মাসের ২৭ রমজানে ইফতারের ব্যবস্থা করায় তার জন্য বিশেষ দোয়া করা এবং উপস্থিত মুসল্লিবৃন্দ শিহাব উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।