বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রমজানে সিরাজগঞ্জে কদর বেড়েছে আগাম তরমুজের

রমজানে সিরাজগঞ্জে কদর বেড়েছে আগাম তরমুজের

Views

এইচএস মোকাদ্দেস,সিরাজগঞ্জ   ;;  মৌসুমি ফলের আরেক নাম তরমুজ। সুস্বাদু, রসালো ফল খেতে কার না মন চায়। তাই তো এ রমজানের সময় ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ সবার কাছেই পছন্দের। ইফতারীর তালিকায় অন্যান্য ফলের সাথে মুখরোচক ফল তরমুজ সবাই রাখতে চান। তাই রমজানে কদর বেড়েছে আগাম এ তরমুজের। সাধারণত এপ্রিল-মে মাস জুড়ে চলে তরমুজের ভরা মৌসুম। ইতিমধ্যেই সিরাজগঞ্জের বিভিন্ন হাট বাজারে ফল ব্যবসায়ীরা তরমুজের পরশা সাজিয়ে বসে আছেন। হাক ডাঁক ছাড়ছে তরমুজ কেনা বেচায়। তরমুজ বিক্রি হচ্ছে এখন চড়া দামে।
সব মিলে রমজানের প্রারম্ভেই সিরাজগঞ্জে শহরের পাশাপাশি রায়গঞ্জ,তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গাসহ বিভিন্ন হাট-বাজারে তরমুজ ওঠা শুরু করেছে। ইফতারপূর্ব মুহূর্তে হাঁকডাক করে বেচাকেনা করছে বিক্রেতারা।

হাট-বাজারগুলোতে প্রতি কেজি তরমুজ এখন বিক্রি তা আকারে ছোট ও মাঝারি।  হচ্ছে ৫০-৬০ টাকা দরে। শহরের বাজার স্টেশনে তরমুজ বিক্রেতা আল-আমিন জানান, বর্তমানে বাজারে যে, তরমুজ উঠছে তা আকারে ছোট ও মাঝারী ওজনে ৩-৪ কেজির মত।

আমদানি কম হওয়ায় দামও বেশি। প্রতিযোগিতা করে তরমুজ কিনতে হয় তাই বেশি দামে বিক্রি করা হচ্ছে। রায়গঞ্জ বাজারের তরমুজ বিক্রেতা মজনু, মানিক, ভুট্ট, আলম জানিয়েছেন, এখনও তরমুজের বাজার জমে ওঠেনি। অল্প সময়ের মধ্যে তরমুজের আমদানি আরও বাড়বে।
সিরাজগঞ্জ জেলার সদর,উল্লাপাড়া, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি, রায়গঞ্জ, কামারখন্দসহ বিভিন্ন হাট ঘুরে এমনটাই জানা গেছে। তবে রমজানে তরমুজের দোকানে অপেক্ষাকৃত ভিড় বেশি। দরদাম করে তরমুজ নিয়েই ঘরে ফিরছেন ক্রেতারা।

Share This

COMMENTS