
পত্নীতলায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে জামায়াতের মিছিল

১২ Views
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ও পবিত্রতা রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে একটি বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে হতে মিছিল শুরু হয়। এরপর নজিপুর পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডের চৌরাস্তা জামে মসজিদ সন্নিকটে এসে মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ এনামুল হক।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর ও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা আমীর মোঃ আব্দুল মুকিম, জামায়াতের নেতা আখতার ফারুক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘আসছে রমজানে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সবার। আড়াইহাজারে হাটবাজার থেকে শুরু করে পাড়ামহল্লা সবখানেই ধর্মীয় রীতি মেনে এই পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। বিভিন্ন বিপণি বিতানে কেনাকাটার সময় কোনো অশ্লীলতা মেনে নেয়া হবে না।’
রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, ‘১১ মাস প্রতীক্ষার পর রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে বিশ্ববাসীর জন্য পবিত্র মাহে রমজান ফিরে এসেছে। সিয়াম ধনীদের জন্য গরিবের ক্ষুধার যন্ত্রণা বোঝার অনুভূতি সৃষ্টি করে। প্রতিবারই পবিত্র রমজান মাস এসে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে মদ, সুদ, ঘুষ, জুয়া ও দুর্নীতি চিরতরে বন্ধ করার শপথ নিতে হবে।’