শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে জেলা যুবদলের মানববন্ধন

পটুয়াখালীতে জেলা যুবদলের মানববন্ধন

১৬ Views
পটুয়াখালী প্রতিনিধি।।  কুয়াকাটা পৌর যুবদলের সাধারন সম্পাদক ও বাংলা ভিশন টিভির কলাপাড়া  উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম মিরন’র উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবীতে পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা শহরের বনানী মোড়ে জেলা যুবদলের মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি ও দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মো. শিপলু খান, সহ- সভাপতি মো. গোলাম রব্বানী, সহ- সভাপতি লিটন গাজী, সহ- সভাপতি ইমরুল আহসান। বক্তারা  কুয়াকাটা পৌর যুবদলের সাধারন সম্পাদক ও সাংবাদিক  মো. জহিরুল ইসলাম মিরনের উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে  জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। দ্রুত সময়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচী করার হুশিয়ার করেন বক্তারা।
প্রকাশ, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২ টার দিকে সাংবাদিক যুবদল নেতা মিরনকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী দেশী তৈরী রামদা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে। #
Share This

COMMENTS