সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

২৬ Views

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১২ জানুয়ারী ২০২৫খ্রি. রোববারঃ ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহি বাসের পাচায় ঘটনা স্থলেই মোটরবাইক আরহী দুজন নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে ১২ জানুয়ারী ২০২৫খ্রিঃ রোববার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাক-খুলনা মহাসড়কের পাইককান্দী এলাকায় করিমপুর হাইওয়ে পুলিশ ফারির পুলিশের চেকপোষ্টের পুলিশ ফরিদপুর থেকে মধুখালী গামী সুজকী জিকসার নম্বর বিহীন মোটরবাইক চলকদের থামার নির্দেশ দিলে নির্দেশ অমান্য করে যাওয়ার চেষ্টা করলে পুলিশের হাতে থাকা লাটি দিয়ে বাইক চালকের হাতে আঘাতহ করলে চালক ও অপর যাত্রী নিয়ে বাইকটি পড়ে যায় । কুষ্টিয়া থেকে ফরিদপুর গামী যাত্রীবাহি খুলনা মেট্রো-ব ১১-০০৯৪ নম্বর মুক্তা নামের বাসটি যাত্রীসহ মোটরবাইককে পাচা দিলে ঘটনাস্থলেই বাইক আরহীগণ নিহত হন। নিহতরা হলেন ফরিদপুর সদরের শোভারামপুর এলাকার সাধন চন্দ্র দাসের ছেলে বাধন কুমর দাস(২৭) ও বাধন কুমর দাসের সহযাত্রী অজ্ঞাত(২৫)। বাস ও লাশ হাইওয়ে পুলিশ জব্দ করে থানায় নিয়েছে। দুর্ঘনার বিষয় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন জনান ঘটনাস্থলে পুলিশ ছিলনা । দুর্ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় জনতা পুলিশের উপর চড়াও হয়। টহলরত সেনাবাহিনী ঘটনাস্থলের উপতাপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে এলাকা শান্ত হয়।

 

Share This