নাটোরে সড়ক পরিষ্কারের সাথে বৃক্ষরোপণ করবে শিক্ষার্থীরা সাথে ট্রাফিকিং
৬৩ Views
নাটোর প্রতিনিধি প্রতিদিনের মতো রাস্তায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি আজ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন সহ বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে শিক্ষার্থীরা।
সকালে তারা নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন ও ডিভাইডারে লাগানো বৃক্ষের আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিক্ষার্থীরা। পরে ফাঁকা স্থানগুলোতে বৃক্ষরোপণ করে সবুজ বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করার চেষ্টা করছে তারা । তাদের মতে এতে যেমন পরিচ্ছন্ন হবে শহর তেমনি সবুজায়ন হয়ে আরো সুন্দর ও মনোরম হবে নগরী। এতে অক্সিজেনের চাহিদা যেমন পূরণ হবে তেমনি প্রফুল্ল হবে পথচারীদের মন। নিজেদের শহরটাকে শুধু পরিষ্কার নয় সবুজে ঘিরে রাখতে চান তারা। এজন্য শিক্ষার্থীদের সাথে স্থানীয় উদ্যোমি অন্যরাও অংশগ্রহণ করেন। আগাছা পরিষ্কারের পর ডিভাইডারের ল্যান্ডে তারা বৃক্ষরোপন করে।