শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে শান্তি শৃঙ্খলায় বজায় রাখতে অবাঙালিদের নিয়ে মতবিনিময় সভা

সৈয়দপুরে শান্তি শৃঙ্খলায় বজায় রাখতে অবাঙালিদের নিয়ে মতবিনিময় সভা

২৮৪ Views

দুলাল সরকার, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: অবাঙালিরা এদেশরই সম্পদ। তারা স্বাধীন বাংলাদেশের নাগরিক। একটি সুন্দর শহর ও রাষ্ট্র গঠনের তাঁদেরও ভূমিকারও প্রয়োজন রয়েছে। তাই বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিরাজকৃত সহিংসতা রোধ ও সচেবতনতা, শান্তি শৃঙ্খলা বৃদ্ধির লক্ষে তাঁদের সম্পৃক্ত করতে নীলফামারীর সৈয়দপুরে অবাঙ্গালিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে শহরের রেলওয়ে মেস ক্যাম্পে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল। ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেনের সঞ্চালনায় ওই সভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ শাহরিয়ার সরকার রিফাত উপজেলা জামায়াতে ইসলামীর শারফুদ্দিন খান প্রমুখ। এছাড়া ওই সভায় উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উর্দুভাষী নেতা মুলায়েম, শাহজাদা চান, হামিদা সহ শহরের ২২টি ক্যাম্পের প্রতিনিধি ও জনসাধারণরা উপস্থিত ছিলেন। এতে অবাঙ্গালিরা অভিযোগ করেন শহরের যেকোন বিশৃঙ্খলার জন্য এতদিন একটি গোষ্ঠি বিনা প্রমাণে অবাঙ্গালিদের দোষারপ করে আসছিল। এতে আমরা দেশের কল্যানে কাজ করতে বারবার বাধাগ্রস্থ হয়েছি। এবার প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসে দেশের কল্যানে মনোনিবেশ করতে চাই। অন্যান্য বক্তারা বলেন, আপনারা কখনো নিজেকে আলাদা ভাববেন না। আপনারা এদেশের নাগরিক। সুন্দর শহর আর নির্ভোরশীল রাষ্ট্র গঠনে সকলকে নিজ নিজ দিক থেকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত সকলে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা যারা নিহত হয়েছেন তাঁদের সম্মানার্থে এক মিনিট নিরবতা, মোনাজাত পালন করে এবং সকলে সহিংসতা রোধে এক হয়ে কাজ করার শপথ নেন।

Share This