শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে বন্যায় আটকা পরাদের উদ্ধার করছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে বন্যায় আটকা পরাদের উদ্ধার করছে সেনাবাহিনী

৬৩ Views

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। ২৪ ঘণ্টার ব্যবধানে ফের খাগড়াছড়িতে প্লাবিত হয়েছে। এমন অবস্থায় নৌকা নিয়ে শতশত বন্যাদূর্গতদের উদ্বারে কাজ করছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও সদর জোনের সেনাবাহিনী। সকাল থেকে প্লাবিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এবং খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. আবুল হাসনাত জুয়েল।

চেঙ্গী নদীর পানি উপড়ে স্রোতের বেগ বেড়ছে। দক্ষিণ গঞ্জপাড়া, দক্ষিণ গোলাবাড়ির ঘর বাড়ির ছালের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অধিকাংশ মানুষ অন্যত্র সরে গেলেও এখনো অনেকে বাসাবাড়িতে অবস্থান করছে। তাদের সরিয়ে নিতে উদ্ধার কাজ করছেন সেনাবাহিনীর একটি টিম। এছাড়া রেড ক্রিসেন্টে, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো উদ্ধার কাজ করে।

খাগড়াছড়ি সদর সেনা জোন জানান, খাগড়াছড়ি জোনের আওতাধীন বিভিন্ন এলাকা বন্যা প্লাবিত পরিবারদের খাগড়াছড়ি জোন কর্তৃক উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Share This